শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক শ্রম সংস্থার বিশেষ আইন ”আদিবাসী ও ট্রাইবাল জাতিগোষ্ঠী কনভেনশন, ১৯৮৯” অনুসারে ট্রাইবেল ও আদিবাসী কারা?

আদিবাসী ও ট্রাইবাল জাতিগোষ্ঠী কনভেনশন, ১৯৮৯ এর অনুচ্ছেদ ১ এ ‘ট্রাইবেল’ ও ‘আদিবাসী’ সম্পর্কে বলা হয়েছে:

১. এই কনভেনশন প্রযোজ্য হবে-

(ক) স্বাধীন দেশসমূহের ট্রাইবাল জাতিগোষ্ঠীর ক্ষেত্রে, যাদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অবস্থা জাতীয় জনসমষ্টির অন্য অংশ থেকে স্বতন্ত্র এবং যাদের মর্যাদা সম্পূর্ণ কিংবা আংশিকভাবে তাদের নিজস্ব প্রথা কিংবা ঐতিহ্য অথবা বিশেষ আইন বা বিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়;

(খ) স্বাধীন দেশসমূহের জাতিগোষ্ঠীর ক্ষেত্রে, যাদের আদিবাসী হিসেবে গণ্য করা হয় এই বিবেচনায় যে তারা রাজ্য বিজয় কিংবা উপনিবেশ স্থাপনের কালে অথবা বর্তমান রাষ্ট্রের সীমানা নির্ধারণের কালে এই দেশে কিংবা যে ভৌগোলিক ভূখণ্ডে দেশটি অবস্থিত সেখানে বসবাসকারী জাতিগোষ্ঠীর বংশধর এবং তারা তাদের আইনগত মর্যাদা নির্বিশেষে তাদের নিজস্ব সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের আংশিক বা সম্পূর্ণরূপে অক্ষুন্ন রাখে।

২. এই কনভেনশনের বিধানাবলী যেসব জনসমষ্টির বেলায় প্রযোজ্য সেই জনসমষ্টির চিহ্নিতকরণের ক্ষেত্রে আদিবাসী কিংবা ট্রাইবাল হিসেবে আত্মপরিচয়কেই মৌলিক উপাদান হিসেবে গণ্য করা হবে।

৩. এই কনভেনশনের জাতিগোষ্ঠী শব্দটির ব্যবহার আন্তর্জাতিক আইনে সন্নিবেশিত শব্দটির যে অধিকারের নিহিতার্থ রয়েছে সেভাবে ব্যাখ্যা করা যাবে না।

[Source: ILO Convention No 169]


জাতিসংঘের মানবাধিকার বিষয়ক Sub-Commission-এর Special Rapporteur Mr. Jose Martinez Cobo-এর মতে “আদিবাসী কারা”?

“আদিবাসী বা Indigenous Communities, PeoplesNations হল ওরা, যাদের প্রাগ্-আগ্রাসন ও প্রাগ্-উপনিবেশিক সমাজগুলির সাথে একটা ঐতিহাসিক ধারাবাহিক সম্পর্ক আছে, এ সম্পর্ক তাদের ভূখণ্ডের উপর গড়ে উঠেছে এবং ঐ ভূখণ্ডের মধ্যে বর্তমান সমাজের অন্যান্য সেক্টরগুলি থেকে তাদেরকে স্বাতন্ত্র্য বা অংশ হিসেবে মনে করে। তারা বর্তমানে নিজেদের সমাজে নিজেদের মধ্যে অনাধিপত্যমূলক সেক্টর গঠন করে এবং তারা তাদের পৌরাণিক ভূখণ্ডগুলিও Peoples হিসেবে নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সামাজিক প্রতিষ্ঠান ও আইনগত পদ্ধতিগুলির সাথে সামঞ্জস্য রেখে তাদের ধারাবাহিক অস্তিত্ব রক্ষা করছে ও তাদের জাতিগত পরিচিতি সংরক্ষণ, উন্নয়নও ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্থানান্তর করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।” [Sources: E/CN.4/Sub.2/1986/7(1983)]